দূরবিন – দূর বিশ্বের নাগরিক

দূরবিন প্রগ্রামের ১৬ জন ন্যাশনাল ভলান্টিয়ার

আমাদের ১৬ জন ন্যাশনাল ভলান্টিয়ারের আরেক নাম ‘দূরবিন’ বা দূর বিশ্বের নাগরিক। তারা দুরবিন দিয়ে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে দূরবিশ্বের ছবি তোলেন এবং বিভিন্ন ধরনের আউটরিচ ইভেন্টের আয়োজন করেন। দূরবিনরা সবাই দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের আন্ডারগ্র্যাজুয়েট স্টুডেন্ট। এই ষোল জনের মধ্যে আট জনকে ডিভিশন কোওর্ডিনেটরের দায়িত্ব দেয়া হয়েছে। আপনার এলাকায় আমাদের দুরবিন দিয়ে কোনো আউটরিচ বা ইমেজিং ইভেন্ট করতে চাইলে আপনার বিভাগের কোওর্ডিনেটরের সাথে যোগাযোগ করুন নিচের ঠিকানায়।

ডিভিশনডিভিশন কোওর্ডিনেটরজিমেইলমোবাইল
খুলনানাঈমুর রহমানrnaeemur4@gmail.com01856717562
চট্টগ্রামমোঃ হাসান মাহমুদ সজীবsajib.physics.cu@gmail.com01893029036
ঢাকাফারজানা আক্তার লিমাfarzanaakterlima323@gmail.com01837313636
বরিশালজহিরুল ইসলামjpjahirjp@gmail.com01857483674
ময়মনসিংহমোঃ শাহাদাৎ হোসেন শাহল2222914@iub.edu.bd01877585773
রংপুরসোহানুর রহমানsohanur.rohman@proton.me01739122309
রাজশাহীফাহিম রাজিত হোসেনfarahoshwadhin.13@gmail.com01781259313
সিলেটচঞ্চল কুমার রায়fusitivechonchol@gmail.com01764770499