এম ৪২: ওরায়ন নেবুলা
সবচেয়ে কাছের স্টারফর্মিং অঞ্চল
আমাদের এন্সেস্টররা ওরায়ন কনস্টেলেশন কল্পনা করেছিলেন এক শিকারীর আদলে। ইউরোপে সে জিউসের শিকারী ওরায়ন, ভারতে যমের ভৃত্য কালপুরুষ। কালচারে কালপুরুষের গুরুত্ব যত এস্ট্রোনমিতেও তত, কারণ ওরায়নের বেল্ট থেকে ঝুলে থাকা সোর্ডের মধ্যে যে ওরায়ন নেবুলা আছে তা আমাদের সবচেয়ে কাছের স্টারফর্মিং অঞ্চল। এখানে এখনো নতুন নতুন তারার জন্ম হচ্ছে। কিভাবে নতুন তারা জন্মায়, কিভাবে সে তারার চারদিকে গ্রহের পর গ্রহ জমাট বাঁধে তা জানার জন্য আমাদের সবচেয়ে বড় ল্যাব হচ্ছে ওরায়ন নেবুলা। প্রতি বছর তাই শুধু এই ওরায়ন অঞ্চল নিয়ে একশর বেশি বৈজ্ঞানিক পেপার প্রকাশিত হয়।