দূরবিনের আইইউবি চাপ্টার শুরু হয় ২০২৪ সালের ২৫ মার্চ বারো জন মেম্বার নিয়ে। এখন তা বেড়ে বিশ হয়েছে। এই চাপ্টার আইইউবি’র কম্পিউটেশনাল এন্ড অব্জার্ভেশনাল এস্ট্রোনমি ল্যাবের (কোল্যাব) অংশ। দূরবিনের জাতীয় ভিশন আইইউবির স্টুডেন্টদের নিয়ে বাস্তবায়ন করাই দূরবিন আইইউবির মিশন। জাতীয় দূরবিনের মতোই দূরবিন আইইউবির সদস্যরা দুই ধরনের কাজ করে: ইভেন্ট আয়োজন ও ইমেজিং। ইউনিভার্সের দূরদূরান্তের বিভিন্ন বস্তুর ছবি তোলা হয় ইউনিস্টেলারের দুরবিনের মাধ্যমে। গ্যালাক্সি, নেবুলা ও স্টার ক্লাস্টারের ছবি দেখে মহাবিশ্বের সাথে মানুষের সম্পর্ক নিয়ে আমরা নতুনভাবে সচেতন হই। ইভেন্টের সময় দুরবিন দিয়ে ছবি তোলার প্রসেস দেখানো হয়, তবে তার চেয়েও বেশি দেখানো হয় আমাদের কসমিক শিকড় আলোদূষণমুক্ত এলাকা থেকে আগে তোলা সব ছবির মাধ্যমে।