আগামী ১৮ জানুয়ারি ২০২৫ তারিখ বিকেল ৪ টা থেকে রাত ৯ টা পর্যন্ত নোয়াখালি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দূরবিন আয়োজন করবে একটি এস্ট্রোনমি নাইট। এই ইভেন্টে আমাদের স্মার্ট ইনিস্টেলার ইকুইনক্স টেলিস্কোপ দিয়ে দেখানো হবে গভীর মহাকাশের নেবুলা, গ্যালাক্সির মত কিছু অবজেক্ট। এছাড়া সেলেস্ট্রন ১০০এজি মডেলের টেলিস্কোপ দিয়ে বৃহস্পতি গ্রহ এবং তার চারটি গ্যালিলিয়ান মুন, শুক্রগ্রহের(সন্ধ্যাতারা) কলা বা ফেজ, শনি গ্রহের বলয়ের মত সৌরজগতের ভেতরের ইন্টারেস্টিং কিছু ব্যাপার পর্যবেক্ষণ করা হবে।
আয়োজনটিতে সার্বিকভাবে সহযোগিতা করছে এই বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ক্লাব।সকলের জন্য বিনামূল্যে পর্যবেক্ষণপর্ব উন্মুক্ত থাকবে।