যে সকল ধূমকেতুর পর্যায়কাল কুড়ি থেকে দুশো বছর সেই সকল ধূমকেতুকে বলে হ্যালি-টাইপ ধূমকেতু। ১২ পি/পন্স-ব্রুকস হল এমন একটি হ্যালি-টাইপ ধূমকেতু। এর পর্যায়কাল ৭১ বছর। সূর্যের কাছাকাছি এলে এই ধূমকেতুটি শিং এর মতো আকৃতি ধারণ করে বলে অনেক জ্যোতির্বিজ্ঞানী এর নাম দিয়েছে ডেভিল কমেট।
আগামী ২১ এপ্রিল প্রায় ৭১ বছর পর ধূমকেতুটি আবার সূর্যের সবচেয়ে কাছে অবস্থান করবে। সম্মিলিতভাবে এই ধূমকেতুটি পর্যবেক্ষণের উদ্যোগ নিয়েছে দূর বিশ্বের নাগরিক (দূরবিন)।
উক্ত দিনে পাবনা ও কুষ্টিয়ার কুমারখালীর অদূরে শিলাইদহ পদ্মা ঘাটে আয়োজিত হতে চলেছে এই ক্যাম্প। এই ক্যাম্পে আগ্রহী যে কেউ আমন্ত্রিত।
লোকেশন ম্যাপঃ https://maps.app.goo.gl/KTzxBVuhsYdkrcmv7
যোগাযোগঃ +8801739122309 (সোহান)