গত ১ জুন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জামাল নজরুল ইসলাম গণিত ও ভৌতবিজ্ঞান গবেষণা কেন্দ্রে চলছে “Astronomy Talk & Sky Observation”।
উক্ত আয়োজনে সূচনা বক্তব্য রাখেন কেন্দ্রের সহকারী রেজিস্ট্রার জনাব শরীফ মাহমুদ ছিদ্দিকী। এরপর “বিগব্যাং পরবর্তী নিউক্লিওসিনথেসিস” নিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পদার্থবিদ্যা বিভাগের অধ্যাপক ড. এ.কে.এম রেজাউর রহমান এবং “ওয়ার্মহোল” নিয়ে সহযোগী অধ্যাপক জনাব নুর মোহাম্মদ ইমন বক্তব্য উপস্থাপন করেন। সবশেষে “কসমোলজির ২০০০ বছর” নিয়ে বক্তব্য রাখেন দূরবিন কোঅর্ডিনেটর ও আইইউবির সহকারী অধ্যাপক ড. খান মুহাম্মদ বিন আসাদ।
আয়োজনে সভাপতি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. অঞ্জন কুমার চৌধুরী।
সন্ধ্যায় ৬ টি টেলিস্কোপ ও বাইনোক্যুলার দিয়ে তিন শতাধিক অংশগ্রহণকারীর জন্য চবি জামাল নজরুল ইসলাম কেন্দ্রের ছাদে আয়োজন করা হয় মহাকাশ পর্যবেক্ষণ। পর্যবেক্ষণ ছিল সবার জন্য উন্মুক্ত।
আয়োজক হিসেবে রয়েছে দূরবিন – দূর বিশ্বের নাগরিক এবং চিটাগং ইউনিভার্সিটি রিসার্চ এন্ড হায়ার স্টাডি সোসাইটি।