বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চলের একটি অন্যতম প্রাচীন ও বৃহৎ জেলা দিনাজপুর। দূরবিনের আউটরিচ প্রজেক্টের এবারের গন্তব্য দিনাজপুর। রংপুর বিভাগে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে আমাদের আউটরিচ ইভেন্ট। আগামী ১৫ ডিসেম্বর ২০২৪ তারিখ বিকেল ৫ টা থেকে সন্ধ্যা ৭ঃ৩০ টা হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দূরবিন আয়োজন করবে একটি এস্ট্রোনমি নাইট। ইভেন্টে আমাদের স্মার্ট টেলিস্কোপ ইনিস্টেলার ইকুইনক্স দিয়ে দেখানো হবে গভীর মহাকাশ পর্যবেক্ষণের আদ্যপান্ত। এছাড়া সেলেস্ট্রন ১০০এজি মডেলের টেলিস্কোপ দিয়ে নিকটবর্তী গ্রহগুলো পর্যবেক্ষণ করা হবে।
আয়োজনটিতে সার্বিকভাবে সহযোগিতা করছে বিশ্ববিদ্যালয়ের ফিজিক্স ক্লাব।