এবারের এস্ট্রোনমি নাইটে ছাদ থেকে ইউনিস্টেলার দুরবিনের ইমেজিঙের পাশাপাশি আবার থাকছে চায়ের সাথে আলোচনা। এস্ট্রোনমার খান আসাদ কথা বলবেন আমাদের গ্যালাক্সি মিল্কিওয়েতে পৃথিবী ছাড়া অন্য কোনো গ্রহে টেকনো-কালচার থাকার সম্ভাবনা নিয়ে। অন্য গ্রহে প্রাণ, বুদ্ধিমত্তা ও সভ্যতা থাকার সম্ভাবনা আজ থেকে কয়েক দশক আগেও কেবল সায়েন্স ফিকশনের বিষয় ছিল, কিন্তু এখন পেশাদার জ্যোতির্বিজ্ঞানেও এই বিষয়ে গবেষণা হচ্ছে। নব্বইয়ের দশকে অন্যান্য তারার চারদিকে গ্রহ আবিষ্কার শুরু হওয়ার পর এবং মিল্কিওয়ের কয়েকশ বিলিয়ন তারার বেশির ভাগের সাথেই গ্রহ আছে বুঝার পর এক্সট্রা-টেরেস্ট্রিয়াল (ইটি) প্রাণ, বুদ্ধিমত্তা ও সভ্যতা আর অবিশ্বাস্য কল্পবিজ্ঞান নেই, হয়ে গেছে বিজ্ঞানের মেইনস্ট্রিম গবেষণার বিষয়। আমাদের পক্ষে সনাক্ত করা সম্ভব এমন প্রযুক্তি কয়টা গ্রহে থাকতে পারে সেই সম্ভাব্যতা মাপার সমীকরণ দিন দিন আরো রিয়েলিস্টিক হচ্ছে। এই নিয়ে হবে আলোচনা।
- This event has passed.