দূরবিন (দূর বিশ্বের নাগরিক) এস্ট্রোনমি নাইটের আয়োজন করছে ২০২৩ সালে ৯ মার্চ থেকে। এনাইটে স্মার্ট টেলিস্কোপ দিয়ে নেবুলা-গ্যালাক্সি-তারার ইমেজিং দেখানো হয়, সাথে থাকে নির্দিষ্ট কোনো জ্যোতিষ্ক নিয়ে একজন এস্ট্রোনমারের পাবলিক টক। এস্ট্রোনমি নাইট ৮ হচ্ছে অন্য রকম। গত এক বছরে দূরবিনের ভলান্টিয়াররা সেন্ট মার্টিন দ্বীপ, নোয়াখালী, যশোর, পাবনা ও চাঁপাইনবাবগঞ্জ থেকে সবচেয়ে ভালো যে-ছবিগুলো তুলেছে তাই নিয়ে হবে আমাদের এক্সিবিশন, যারা সবচেয়ে ভালো ছবি তুলেছে তাদেরকে দেয়া হবে পুরস্কার (প্রাইজ মানি সর্বোচ্চ ১৫ হাজার)। এক্সিবিশনের ছবির গ্যালারি এবং ইভেন্টের রেজিস্ট্রেশন লিংক নিচে দেয়া আছে।
- This event has passed.