দূরবিন আইইউবি ১১ জুন মঙ্গলবার আয়োজন করছে সপ্তম এস্ট্রোনমি নাইট। ষষ্ঠ এনাইটের বিষয় যেমন ছিল ওরায়ন নেবুলা, এবারের বিষয় তেমন ক্র্যাব নেবুলা। ওরায়নের শক্তির কেন্দ্রে ছিল ভয়ংকর উজ্জ্বল এক স্টার ক্লাস্টার, ক্র্যাবের শক্তির কেন্দ্রে আছে এক পুরাতন পালসার। সাড়ে ছয় হাজার লাইটিয়ার দূরের ক্র্যাব নেবুলা তৈরি হয়েছে ১০৫৪ সালে দেখা এক সুপারনোভা বিস্ফোরণের মাধ্যমে। সে বছর পৃথিবীর অনেক জায়গা থেকেই হয়ত মানুষ ক্র্যাবের কারিশমা দেখেছিল, কারণ প্রায় দুই সপ্তাহ ধরে তা এমনকি দিনের বেলায়ও দেখা গিয়েছিল, কিন্তু একে ‘অতিথি তারা’ ডেকে ভালোভাবে রেকর্ড করেছিলেন চীনের জ্যোতিষীরা। তার পর পেরিয়ে গেছে প্রায় এক হাজার বছর, এবং এই পুরো সময় জুড়ে ক্র্যাব এস্ট্রোনমির অগ্রগতির সাক্ষী থেকেছে। ক্র্যাব নেবুলার চোখে দেখা হাজার বছরের এস্ট্রোনমি নিয়ে মঙ্গলবার চায়ের সাথে আলোচনা করবেন ড. খান আসাদ। পাবলিক টকের পর মেঘ না থাকলে সবাই ছাদে গিয়ে দেখতে পারবেন আমাদের ভলান্টিয়াররা কিভাবে ইউনিস্টেলার ইকুইনক্স দুরবিন দিয়ে বিভিন্ন জ্যোতিষ্কের ছবি তোলে। আর মেঘ থাকলে দূরবিনের ন্যাশনাল ভলান্টিয়াররা আগে যেসব ছবি তুলেছে সেগুলো নিয়ে কথা হবে। রেজিস্ট্রেশন লিংক নিচে।
- This event has passed.