
এবারের এস্ট্রোনমি নাইটে এস্ট্রোনমার খান আসাদ ওরায়ন নেবুলা নিয়ে গত এক বছরে আমরা নতুন যা জানতে পেরেছি তা নিয়ে কথা বলবেন। দূরবিন আইইউবির সদস্যরা দেখাবেন অশ্বিন দিয়ে তোলা এই নেবুলার ছবি। হাবলের ছবিতে দেখা ফিচারগুলো পাওয়া যাবে দূরবিনের ছবিতেও। আলাপ জমবে ওরায়নের কেন্দ্রে থাকা ভয়ানক উজ্জ্বল ট্রেপিজিয়াম স্টার ক্লাস্টার নিয়ে। এই ক্লাস্টার থেকে বের হওয়া আলো ছড়িয়ে পড়তে দেখবেন আশপাশের বো বে আর বারের মধ্যে। এদের দূরত্ব ১৪০০ লাইট ইয়ার; ওরায়ন নেবুলার দিকে তাকানো মানে ১৪০০ বছর আগের ঘটনা দেখা যখন পৃথিবীতে ইসলাম এসেছিল। জেমস ওয়েব সম্প্রতি এই নেবুলার ভিতরে জাম্বো নামের কিছু অদ্ভুত বাইনারি গ্রহ আবিষ্কার করেছে। কথা হতে পারে এই সব তারাহীন গ্রহদের নিয়ে।