
ইউনিভার্সিটি অফ টরন্টো’র ডানলাপ ইনস্টিটিউট ফর এস্ট্রোনমি এন্ড এস্ট্রোফিজিক্স এবং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ আইইউবি’র কম্পিউটেশনাল এন্ড অব্জার্ভেশনাল এস্ট্রোনমি ল্যাবের (কোল্যাব) যৌথ উদ্যোগে ২০২৩ সালের ৯ মার্চ দূরবিন প্রগ্রামের যাত্রা শুরু হয়েছিল। সেদিন আইইউবির অডিটোরিয়ামে প্রায় এক হাজার মানুষের উপস্থিতিতে প্রগ্রামটি উদ্বোধন করেছিলেন সাহিত্যিক অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল এবং আইইউবির উপাচার্য তানভীর হাসান। প্রগ্রামে উপস্থিত ছিলেন দূরবিনের প্রতিষ্ঠাতা, ইউএসএ’র ওয়েলসলি কলেজে এস্ট্রোনমির এসিস্টেন্ট প্রফেসর লামিয়া মওলা এবং বাংলাদেশে দূরবিনের কোওর্ডিনেটর, আইইউবিতে এস্ট্রোনমির এসিস্টেন্ট প্রফেসর খান আসাদ। দূরবিনের সেই সূচনার এক বছর পূর্তি উপলক্ষে ২০২৪ সালের ৯ মার্চ আইইউবিতে হয়েছিল এস্ট্রোনমি নাইট ৫।
আইইউবি এস্ট্রোনমি নাইট ৫ সব বয়সের সবার জন্য উন্মুক্ত এবং এতে দুই ধরনের ইভেন্ট ছিল। প্রথমে সন্ধ্যা ৬ টা থেকে ৬:৪৫ পর্যন্ত ডিজিটাল ক্লাসরুমে ‘চায়ের সাথে আলোচনা’ যেখানে এস্ট্রোনমার ড. খান আসাদ ‘আলোতে লেখা আমাদের কসমিক ইতিহাস’ নিয়ে উপস্থিত গেস্টদের সাথে আলোচনা করেন চা-বিস্কিটের সাথে। আধুনিক এস্ট্রোনমির মাধ্যমে আমরা আমাদের চৌদ্দ বিলিয়ন বছরের ইতিহাসের কতটা উদ্ধার করেছি, আরো কতটা বাকি আছে, এই ছিল আলোচনার বিষয়।
আলোচন শেষ হলে শুরু হয় আলোকন। দূরবিন আইইউবি’র নাইটহকরা গেস্টদেরকে ছাদে নিয়ে যান দূরবিনের ইউনিস্টেলার ইকুইনক্স দুরবিনের মাধ্যমে গ্যালাক্সি, নেবুলা ও স্টার ক্লাস্টারের ছবি তোলা দেখাতে। আমাদের দুটি ইকুইনক্স টেলিস্কোপের নাম অশ্বিন-১ ও অশ্বিন-২। অশ্বিন-১ আইইউবির ছাদে ছিল যা গেস্টরা কাছ থেকে দেখতে পান, তবে অশ্বিন-১ যা দেখছে তা ডিজিটাল ক্লাসরুমের স্ক্রিনে লাইভস্ট্রিমও করা হয়। অশ্বিন-২ ছিল সেন্ট মার্টিন দ্বীপে এবং এই দুরবিন যা দেখছে তাও লাইভস্ট্রিমের চেষ্টা করা হয় ডিজিটাল ক্লাসরুমে, কিন্তু মোবাইল নেটওয়ার্কের দুর্বলতার কারণে সেন্ট মার্টিন থেকে কিছু দেখা যায়নি।