
গত ৯ মার্চ সন্ধ্যায় রাজধানীর প্রাণকেন্দ্র বসুন্ধরাস্থ ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ ক্যাম্পাসে প্রায় ছয়শ এর অধিক দর্শকের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়ে গেল ‘দূরবিন’ এর উদ্বোধনী অনুষ্ঠান ও অ্যাস্ট্রোনমি নাইট।
বিশিষ্ট শিক্ষাবিদ ড. মুহাম্মদ জাফর ইকবালের হাত ধরে দেশের বিভিন্ন অঞ্চল থেকে নির্বাচিত ১৬ জন সেচ্ছাসেবককে সাথে নিয়ে ‘দূরবিন’ এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।
একই অনুষ্ঠানে ‘মহাবিশ্বের প্রাচীন তারকাপুঞ্জ’ শিরোনামে বক্তব্য প্রদান করেন বিশিষ্ট জ্যোতির্বিদ, ডানলাপ ফেলো এবং জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের গবেষণা দলের সদস্য ড. লামীয়া আশরাফ মওলা। একইসাথে ইউনিস্টেলার ইকুইনক্স স্মার্টস্কোপের মাধ্যমে মহাকাশ পর্যবেক্ষণ উপস্থাপন করেন বিশিষ্ট গবেষক, জ্যোতির্বিদ ও ইনডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের এসিসটেন্ট প্রফেসর ড. খান মুহাম্মদ বিন আসাদ। এইদিন সন্ধ্যার পর উক্ত ইউনিভার্সিটির ছাদে চারটি টেলিস্কোপ ও দুইটি বাইনোকুলারের মাধ্যমে ‘দূরবিন’ এর সেচ্ছাসেবকগণ সাধারণ জনগণকে মহাকাশ পর্যবেক্ষণের সুযোগ করে দেন।
এছাড়াও এই অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর তানভীর হাসান, মাননীয় প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর নিয়াজ আহমেদ খান প্রমুখ। আরো উপস্থিত ছিলেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত একঝাঁক দেশবরেণ্য, প্রথিতযশা গবেষক ও শিক্ষক।