মহাবিশ্বকে জানতে ও এই সুবিশাল জগতে আমাদের অবস্থান সম্পর্কে পরিষ্কার ধারনা পেতে শিশুদেরও জ্যোতির্বিদ্যা চর্চা অপরিহার্য। জ্যোতির্বিদ্যা শেখার মাধ্যমে তারা আরও কৌতূহলী ও অনুসন্ধিৎসু হয়ে উঠতে পারে যা বৈজ্ঞানিক আবিষ্কারের ভিত্তি। গ্রহ, নক্ষত্র ও বিভিন্ন মহাকাশীয় ঘটনা সম্পর্কে জানার মাধ্যমে তারা পদার্থবিজ্ঞান ও রসায়নের মৌলিক কিছু আইনের সাথে পরিচিত হতে পারে যা প্রাকৃতিক জগতকে নিয়ন্ত্রন করে। একাডেমিক শিক্ষাকে সমৃদ্ধ করার পাশাপাশি এই জ্ঞান তাদের মহাজাগতিক বিশালতার ও জটিলতার প্রতি বিস্ময় ও শ্রদ্ধার অনুভূতি জাগায়।
শিশুদের জ্যোতির্বিদ্যা চর্চা ও মহাকাশীয় ঘটনা সম্পর্কে কৌতূহলী করবার উদ্দেশ্যে দূরবিন বিগত পহেলা অক্টোবর ২০২৩ তারিখে পাবনা জেলা শিল্পকলা একাডেমিতে ‘শিশুদের চোখে মহাবিশ্ব’ শিরোনামে একটি সেমিনার ও আকাশ পর্যবেক্ষণের আয়োজন করে। উপস্থিত শিশু কিশোররা স্বতঃস্ফূর্তভাবে আলোচনায় অংশগ্রহণ করে ও টেলিস্কোপ দিয়ে আকাশ পর্যবেক্ষণ উপভোগ করে।
এই আয়োজনে আমরা দূরবিনের জাতীয় সেচ্ছাসেবক সোহানুর রহমান এবং পাবনা জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার মারুফা মঞ্জরী খান সৌমীর নিকট কৃতজ্ঞতা প্রকাশ করছি।