শুক্র কেন বুধের চেয়ে বেশি উত্তপ্ত?
কিংবা শনি কেন হলুদ দেখায়?
অথবা, কেমন হবে মানুষ যদি মঙ্গলে বসবাস শুরু করে?
এমন দারুণ সব প্রশ্ন ও উত্তরের মধ্য দিয়ে আজ যশোরের পাকশিয়া আইডিয়াল কলেজে প্রায় অর্ধ-শতাধিক বিজ্ঞানপ্রেমী শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত হলো আমাদের আরো একটি সেমিনার ও কুইজ প্রতিযোগীতা। ‘মাতৃভাষায় জ্যোতির্বিজ্ঞান’ শিরোনামে আয়োজিত আজকের সেমিনারে সৌরজগতের বিভিন্ন গ্রহ ও উপগ্রহ, এদের গঠন ও এসব গ্রহ-উপগ্রহে পরিচালিত মিশনসমূহ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। শোনানো হয় নক্ষত্রের জন্ম-মৃত্যুর গল্প! এছাড়াও জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের তোলা বিভিন্ন ছবির রহস্য উদঘাটনের চেষ্টা করা হয় এই সেমিনারে।
আজকের আয়োজিত সম্পূর্ণ সেশন পরিচালনার দায়িত্বে ছিলেন আমাদের যশোর জেলার ন্যাশনাল ভলান্টিয়ার নাঈমুর রহমান।
সবশেষে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জ্যোতির্বিজ্ঞানপ্রেমী শিক্ষার্থীদের সংগঠন জামাল নজরুল ইসলাম অ্যাস্ট্রোনমি ক্লাবের সহায়তায় আয়োজিত সেমিনারের ওপর একটি কুইজ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। কুইজ শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে স্মারক সম্মাননা প্রদান করা হয়। এসময় কলেজের ভাইস প্রিন্সিপাল এবং বিভিন্ন বিভাগের একাধিক শিক্ষক-শিক্ষিকাগণ উপস্থিত ছিলেন।