দূরবিন বরিশাল চ্যাপ্টার বরিশালের বেশ কিছু জ্যোতির্বিজ্ঞান আগ্রহী ভলান্টিয়ারদের নিয়ে যাত্রা শুরু করে। বরিশালে জ্যোতির্বিজ্ঞান জনপ্রিয়করণ ও সম্প্রসারণই এই চ্যাপ্টারের লক্ষ্য।
জাতীয় দূরবিনের মতোই দূরবিন বরিশালের সদস্যরা দুই ধরণের কাজ করে; ইভেন্ট আয়োজন ও ইমেজিং। ইউনিভার্সের দূরদূরান্তের বিভিন্ন বস্তুর ছবি তোলা হয় ইউনিস্টেলারের টেলিস্কোপের মাধ্যমে। গ্যালাক্সি, নেবুলা, স্টার ক্লাস্টারসহ বিভিন্ন ডিপস্কাই অবজেক্টের ছবি ধারণ করা হয়।