বাংলাদেশের রাজশাহী বিভাগের পাবনা জেলার অন্তর্গত একটি ঐতিহাসিক এবং গুরুত্বপূর্ণ প্রশাসনিক উপজেলা হল ঈশ্বরদী। বিগত ৩১ আগস্ট ২০২৩ তারিখে ঈশ্বরদীর সাঁড়া মারোয়াড়ী মডেল স্কুল এন্ড কলেজে ‘দূরবিন’ কর্তৃক একটি ইভেন্ট আয়োজিত হয়। BlueMoonFest শিরোনামের ইভেন্টটির উদ্দেশ্য ছিল সকল স্তরের শিক্ষার্থীদের নিয়ে টেলিস্কোপ দিয়ে সুপারমুন তথা ব্লুমুন পর্যবেক্ষণ। চাঁদ যখন পৃথিবীর খুব কাছে আসে তখন মাসের অন্যান্য সময়ের চেয়ে চাঁদকে বেশি উজ্জ্বল দেখায়। আর সে রকম চাঁদকে বলা হয় সুপারমুন। চাঁদের বুকে যে কালো ছায়া অথবা মেঘের মতো বস্তুগুলো আছে তা আরো বেশি স্পষ্ট করে দেখা যায় চাঁদটি কাছাকাছি আসার কারণে। সুপারমুন পর্যবেক্ষণ ছাড়াও চাঁদের বিভিন্ন অংশ পর্যবেক্ষণ, জ্যোতির্বিজ্ঞান বিষয়ক কুইজ, Unistellar eQuinox 2 স্মার্ট ডিজিটাল টেলিস্কোপের সাথে পরিচয় ও কার্যাবলী, প্রভৃতি কার্যক্রমের মধ্যে দিয়ে ইভেন্টটি চলতে থাকে।
ইভেন্টটি সক্রিয় করতে বিশেষভাবে সহযোগিতা করেছে ঈশ্বরদী সরকারি কলেজের শিক্ষার্থীবৃন্দ ও পাতাবাহার ই-গার্ডেন সেন্টার। আমরা তাঁদের কাছে কৃতজ্ঞ।